Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের হাওরে মাছ শিকারে যেয়ে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু, আহত অপর এক ভাই

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ১:১৬ পিএম

সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে মারা গেছেন দুই ভাই। এরমধ্যে আহত হয়েছেন অপর এক ভাই। জেলার ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওরে আজ (মঙ্গলবার) সকালে মর্মান্তিক এ মৃত্যু ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- খোকন মিয়া (৩০) ও ঝিলন মিয়া (৩২)। তারা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, আজ সকালে নৌকা ও বাঁশের ছাই নিয়ে হাওরে মাছ ধরতে যান তিন ভাই। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই খোকন মিয়া ও ঝিলন মিয়া ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত হন অপর ভাই। পরে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান নিশ্চিত করেছেন বজ্রপাতে মৃত্যু ও আহতের ঘটনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বজ্রপাতে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ