বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বজ্রপাতে দেশের ৭ জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নীলফারীতে ২ জন, চুয়াডাঙ্গা, বগুড়া, লালমনিরহাট, নেত্রকোণা, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে একজন করে মারা গেছেন। শনিবার (৩০ জুলাই) দুপুর থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটেছে।
নীলফামারী: নীলফামারী সদরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে কচুকাটা ও চাঁদেরহাট এলাকায় পৃথক এ দুটি ঘটনা ঘটে। এ সময় আরও দুই কৃষক আহত হয়েছে। তাদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুপুরে উপজেলার প্রতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি হলেন, একই গ্রামের মৃত গোপাল মল্লিকের ছেলে সোনা মল্লিক (৭০)।
বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকেলে ওই ইউনিয়নের ঘোরদৌড় গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি হলেন, উপজেলার খানপুর ইউনিয়নের নলবাড়িয়া গ্রামের আজাহার আলীর ছেলে ফিজার হোসেন (৩৬)।
লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই মহিষসহ মোজা মিয়া (৫২) নামে এক রাখালের মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা। কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।