Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উ. কোরিয়ায় আরেকটি সংক্রামক রোগ শনাক্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২২, ১২:০০ এএম

করোনাভাইরাস মহামারির মাঝেই উত্তর কোরিয়ায় অন্ত্রের নতুন অজ্ঞাত আরেকটি রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার দেশটির একটি কৃষি অঞ্চলে অন্ত্রের অজ্ঞাত রোগের এই প্রাদুর্ভাব শনাক্ত হয় বলে পিয়ংইয়ং জানিয়েছে। দীর্ঘস্থায়ী খাদ্য সংকট এবং কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে লড়াইরত বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটির ওপর নতুন এই রোগ আরও চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে নতুন রোগে আক্রান্তের সংখ্যা অথবা রোগটি কীভাবে শনাক্ত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য না জানিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ বলছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বুধবার পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী হায়েজুতে ‘একিউট এন্টেরিক রোগে’ আক্রান্ত রোগীদের সহায়তার জন্য ওষুধ পাঠিয়েছেন। কেসিএনএ বলেছে, একেবারে শুরুর দিকেই রোগটি নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন কিম জং উন। এ জন্য সন্দেহভাজন রোগীদের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শনাক্ত এবং কোয়ারেন্টাইনের সুনিপুণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, সরকার উত্তর কোরিয়ার এই প্রাদুর্ভাবের ওপর নজর রাখছে। তবে এটি কলেরা অথবা টাইফয়েডের মতো কোনও ব্যাধি হতে পারে বলে সন্দেহ করছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। উত্তর কোরিয়া প্রথমবারের মতো করোনাভাইরাসের সংক্রমণ স্বীকার করার পর যখন এই ভাইরাসের প্রকোপের বিরুদ্ধে লড়াই করছে, ঠিক তখনই নতুন করে আরেকটি সংক্রামক রোগের প্রাদুর্ভাব শনাক্ত হল। করোনার ভ্যাকসিন এবং ওষুধ সরবরাহের তীব্র ঘাটতি ঘিরে উদ্বেগ তৈরি হওয়ায় গত মাসে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা দেওয়া হয়েছিল। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা তাদের আইনপ্রণেতাদের বলেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়ার আগেই উত্তর কোরিয়ায় পানিবাহিত রোগ টাইফয়েড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। দরয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ