Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সিইসি আমাকে চিঠি দিয়ে ভুল করেছেন : এমপি বাহার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ২:১১ পিএম

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, তাকে চিঠি দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ভুল করেছেন। সিইসির কর্মকর্তারা এভাবে একজন সংসদ সদস্যকে চিঠি দিয়ে তার সম্মানহানি করতে পারেন না। যে চিঠি তিনি আমাকে দিয়েছেন, তা সংসদ সদস্যদের তৈরি করা আইনে নয়। সেটা নির্বাচন কমিশনের আইনে করা।

তিনি বলেন, আমি এটা নিয়ে হাইকোর্টে রিট করেছি। সংসদেও কথা বলবো। এটা পরিবর্তন করাব। বুধবার সকাল ১১টা ২০ মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন বাহাউদ্দিন বাহার। তিনি বলেন, আমি সরকারের অংশ নয়, আমি সংসদ সদস্য। যেহেতু আমি সরকারের অংশ নয় সুতরাং আমি থাকতেই পারি।

নির্বাচন প্রসঙ্গে এমপি বাহার বলেন, প্রশাসনের অতিউৎসাহী কয়েকজন কর্মকর্তা ভোটার আইডি কার্ড দিয়ে ভোট দিতে দিচ্ছেন না। তারা স্লিপ আনতে বলছেন। স্লিপ আবার কি! আমি ভোটার, আইডিকার্ড আমার পরিচয়। এছাড়া নির্বাচনের পরিস্থিতি খুবই শান্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমপি বাহার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ