Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রুশ নিষেধাজ্ঞার কবলে যুক্তরাজ্যের সাংবাদিকরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ১০:২৬ এএম

রুশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যভিত্তিক প্রায় অর্ধশত সাংবাদিক এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মস্কো। বুধবার (১৫ জুন) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণার বরাতে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা বিবিসি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় জানা যায়, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ২৯ জন ব্রিটিশ সাংবাদিক এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট ২০ ব্যক্তি। এর মধ্যে বিবিসির ক্লাইভ মাইরি, ওরলা গুয়েরিন, নিক রবিনসন এবং নিক বেকের নাম উল্লেখ যোগ্য।

এ ছাড়া বিবিসির কূটনৈতিক সংবাদদাতা পল অ্যাডামস, অরলা গুয়েরিন, কর্পোরেশনের চেয়ারম্যান রিচার্ড শার্প, স্কাই নিউজের প্রধান সংবাদদাতা স্টুয়ার্ট রুশ নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। তারা সবাই ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে যুদ্ধের খবর সংগ্রহ করছিলেন।

RUSSIAN EMBARGO
বিবিসির সংবাদদাতা নিক বেক, অরলা গুয়েরিন এবং ক্লাইভ মাইরি
তালিকায় থাকা অন্যান্য হাইপ্রোফাইল সাংবাদিকদের মধ্যে রয়েছেন টাইমসের সম্পাদক জন উইথেরো, টেলিগ্রাফের ক্রিস ইভান্স, গার্ডিয়ানের ক্যাথারিন ভিনার এবং ডেইলি মেইলের টেড ভেরিটি, স্কাই নিউজের উপস্থাপক সোফি রিজ এবং চ্যানেল ফোর নিউজের ক্যাথি নিউম্যান, ডেইলি টেলিগ্রাফের কলামিস্ট কন কফলিন এবং এফটি-এর গিডিয়ন রাচম্যান এবং রাশিয়ার একাডেমিক মার্ক গ্যালিওট্টি সহ সংবাদদাতা শন ওয়াকার এবং গার্ডিয়ানের লুক হার্ডিং।

এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘‘তালিকায় অন্তর্ভুক্ত ব্রিটিশ সাংবাদিকরা রাশিয়া এবং ইউক্রেন ও ডনবাসের ঘটনা সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও একতরফা তথ্য প্রচারের সাথে জড়িত। তাদের পক্ষপাতমূলক মূল্যায়নে ব্রিটিশ সমাজে রুসোফোবিয়া সৃষ্টি হচ্ছে।’’

আর রুশ নিষেধাজ্ঞার তালিকায় নাম ওঠা ব্রিটিশ সামরিক কর্মকর্তারা হচ্ছেন- রয়্যাল নেভির প্রধান অ্যাডএম স্যার বেন কী এবং বিমান বাহিনীর প্রধান স্যার মাইকেল উইগস্টন। এছাড়া থ্যালেস ইউকে-এর প্রধান অ্যালেক্স ক্রেসওয়েল এবং বেশ কয়েকজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তাকে রাশিয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ