Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএসসিতে বসছে না রাজশাহীর ২৯ হাজার পরীক্ষার্থী

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ১২:০৩ এএম

 রেজিস্ট্রেশন করেও ফরম পূরণ না করায় এসএসসি পরীক্ষায় বসছে না রাজশাহী শিক্ষা বোর্ডের ২৯ হাজার ৮৮০ জন শিক্ষার্থী। ফরম পূরণ না করার সংখ্যায় শীর্ষে আছে বগুড়া ও জায়পুরহাট জেলা। রাজশাহী শিক্ষা বোর্ড জানায়, এসএসসি পরীক্ষা শেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চিঠি দেয়া হবে। জানতে চাওয়া হবে পরীক্ষার্থী ফরম পূরণ না করার কারণগুলো। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা বলছেন, করোনার সময় শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। করোনার দুই বছরে অনেক ছাত্রীর বিয়ে হয়েছে। আবার কেউ কেউ স্বজনও হারিয়েছেন। এদের মধ্যে কেউ আবার অর্থের অভাবে পড়াশোনা বাদ দিয়ে জীবিকার তাগিদে কাজ করছেন। এতে ফরম পূরণ করা শিক্ষার্থীর সংখ্যা কমেছে। রাজশাহী শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মুঞ্জুর রহমান খান ইনকিলাবকে জানান, কারণ হিসেবে আমরা মনে করছি বাল্য বিয়ে, আর্থিক কারণ। তবে অর্থিক কারণ খুব একটা বেশি না। করোনার কারণে লেখাপড়ার ধারা নষ্ট হয়ে গেছে। অনেকেই পরীক্ষার প্রস্তুতি নেই। পরীক্ষার পরে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চিঠি দেবো জানতে চাইবো কারণ। এরপরে বিষয়টি আমরা শিক্ষা মন্ত্রণালয়কে জানাবো।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএসসি

২০ ফেব্রুয়ারি, ২০২৩
৩০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ