Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন কাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ৮:০৯ পিএম

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (এডাস্ট) এর ৩য় সমাবর্তন অনুষ্ঠান আগামীকাল বুধবার। সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাবর্তন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মনোনীত প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব ও গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা সচিব মো. আবু বকর ছিদ্দীক, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেজবাহ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ^জিৎ চন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জাহাঙ্গীর আলম এবং শুভেচ্ছা বক্তব্য দিবেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. লিয়াকত আলী সিকদার। এছাড়া, কনভোকেশন স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও ন্যাশনাল বোর্ড অব এক্রেডিটেশন এর সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস প্রফেসর ড. এসএস মান্থা।

উক্ত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর এবং চেয়ারম্যান (বিওটি) এ্যাওয়ার্ড প্রদানসহ ৫ সহ¯্রাধিক গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তনের দ্বিতীয় অংশে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবর্তন

২১ নভেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০১৯
২৪ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ