প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মৌসুমী ও ওমর সানির সংসারে যে ঝামেলা চলছে, তা তাদের বক্তব্যে যেমন স্পষ্ট, তেমনি তাদের আচরণেও স্পষ্ট হয়েছে। গত শুক্রবার রাজধানীর পুলিশ প্লাজায় একটি হেয়ার অয়েলের শোরুম উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন মৌসুমী ও ওমর সানী। তবে তারা মুখোমুখি হননি, কথাও বলেননি। বরং ওমর সানী এসেছে জেনে সেখান থেকে কেটে পড়েন মৌসুমী। এ থেকে বোঝা যায়, তাদের সংসারে কিছুটা হলেও ঝামেলা চলছে। এর চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে, জায়েদ খানকে নিয়ে মৌসুমীর অডিও বার্তায়। সেখানে তিনি যখন ওমর সানিকে দোষারোপ করে ‘ভাই’ বলে সম্বোধন করেন, তখন বিষয়টি আরও স্পষ্ট হয়। এ ব্যাপারে চিত্রনায়িকা অঞ্জনা বলেন, মৌসুমীর বক্তব্যে পুরো ঘটনা ¯পষ্ট হয়ে গেছে। তবে আমি খুব কষ্ট পেয়েছি। মৌসুমী, ওমর সানী ও জায়েদ খান ওরা সবাই আমার খুব ¯েœহের। সংসার জীবনে মনোমালিন্য হতেই পারে। তাই বলে একজনকে দোষারোপ করতে হবে; তাও এভাবে! সানী-মৌসুমীর ব্যক্তিগত বিষয় ঘরে রাখাই উচিৎ ছিল। তিনি বলেন, আমি যতদূর জানি একসঙ্গে সিনেমায় অভিনয় করতে গিয়ে সানী, মৌসুমী ও জায়েদের পারিবারিক স¤পর্ক গড়ে ওঠে। মৌসুমীকে বড় বোনের মতোই সম্মান করে জায়েদ। সেখানে সংসার ভাঙার কারণ হিসেবে জায়েদের নাম কেন আসবে? খুব বেশিদিন হয়নি জায়েদ মা-বাবা হারিয়েছে। ও শিক্ষিত ছেলে, পারিবারিক অবস্থাও ভালো। ওর বিয়ের প্রয়োজন হলে বড় ভাই ও বোন রয়েছে, তারাই বিষয়টি দেখবে। যাকে বোন বলে ডাকে জায়েদ তার সঙ্গে কেন স¤পর্কে জড়াবে? হয়তো সানী-মৌসুমীর কোনো সমস্যার সমাধান করতে গিয়ে সানীর কাছে খারাপ হয়ে গেছে জায়েদ। এমনটি হতে পারে। জন্ম, মৃত্যু বিয়ে ৩ সত্যি নিয়ে। আল্লাহ না চাইলে তো কারও সংসার টিকবে না। কাউকেই দোষ দিয়ে লাভ নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।