Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার একসঙ্গে প্রকাশ করলেন অঞ্জনা শিরোনামে দুই গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

প্রখ্যাত সঙ্গীতশিল্পী মনির খানের অঞ্জনা গানটি এখনও শ্রোতাদের মুখে মুখে ফেরে। এ ধারাবাহিকতায় একই শিরোনামে নতুন বছরে তিনি দুটি গান প্রকাশ করেছেন। নতুন বছরের প্রথম দিনেই তার অফিশিয়াল ইউটিউব চ্যানেল মনির খান ও এমকে মিউজিক ২৪-এ প্রকাশ করা হয় গান দুটি। ‘দুঃখ দিয়ে অনেক দুঃখ থাকতি যদি সুখে’ নামের গানটি লিখেছেন ও সুর করেছেন গীতিকার মিল্টন খন্দকার। এটি প্রকাশ করা হয়েছে শিল্পীর এমকে মিউজিক ২৪ চ্যানেলে। দ্বিতীয় গান ‘আমার স্বপ্ন পুড়ে ছাই হয়েছে’ লিখেছেন প্লাবন কোরেশী। এটি সুর করেছেন গীতিকার প্লাবন ও শিল্পী মনির খান এবং প্রকাশ করা হয়েছে শিল্পীর মনির খান চ্যানেলে। এবারই প্রথমবারের মতো একসঙ্গে ‘অঞ্জনা’ শিরোনামের দুটি গান প্রকাশ করেছেন মনির খান। উল্লেখ্য, মনির খান সঙ্গীতের দীর্ঘ ক্যারিয়ারে এ পর্যন্ত ৪৩টি একক অ্যালবাম প্রকাশ করেছেন। এর মধ্যে ৪২টি অ্যালবামেই ‘অঞ্জনা’ শিরোনামে গান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অঞ্জনা শিরোনামে দুই গান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ