Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিংড়ায় ডিসিআরসহ ভুয়া মেয়র আটক

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ৬:০৪ পিএম

নাটোরের সিংড়ায় মোস্তফা মন্ডল (৫০) নামে এক ভুয়া পৌর মেয়রকে ভুয়া ডিসিআরসহ আটক করা হয়েছে। আটককৃত মোস্তফা মন্ডল উপজেলার বারইহাটি গ্রামের মৃত জব্বার মন্ডলের ছেলে।

জানা যায়, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আমিনুল ইসলামকে বিভিন্ন সময়ে মুঠোফোনে নিজেকে সিংড়া পৌর মেয়র পরিচয় দিয়ে তার নিজ নামীয় ডিসিআরে স্বাক্ষর ও পুলিশ পাঠিয়ে তার পুকুরটি অবৈধ দখলমুক্ত করে দেয়ার কথা বলেন এবং বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেয়।

মঙ্গলবার (১৪জুন) গত ০৭-০৪-২১ তারিখে তৎকালীন এসিল্যান্ড রকিবুল হাসানের স্বাক্ষর স্ক্যান করা ভূয়া একটি ডিসিআর নিয়ে ভূমি অফিসে এসে এসিল্যান্ডকে উপজেলার বারইহাটি মৌজায় ৫১শতাংশের পুকুরটি তাকে দখল করে দেয়ার কথা বলে। তার কথাবার্তায় এসিল্যান্ডের সন্দেহ হলে তিনি তার অফিসের কাগজপত্র দেখে বুঝতে পারেন যে, ডিসিআরটি ভুয়া। ভূমি অফিসের সার্ভেয়ার আমিনুল ইসলাম বলেন,কিছুদিন যাবৎ তিনি নিজেকে সিংড়া পৌর মেয়র পরিচয় দিয়ে অবৈধভাবে সুবিধা আদায়ের চেষ্টা করে আসছিল। সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, ভুয়া মেয়র পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। মঙ্গলবার ভূয়া ডিসিআর তৈরি করার অপরাধে মোস্তফা মন্ডলকে থানায় সোপর্দ করা হয়েছে। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, এসিল্যান্ড মহোদয় একজনকে থানায় সোপর্দ করেছেন। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ