মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আবারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন তিনি। অবশ্য কোভিড-১৯ পজিটিভ হলেও ট্রুডোর শারীরিক পরিস্থিতি ভালো রয়েছে।
গতকাল সোমবার (১৩ জুন) কানাডীয় এই প্রধানমন্ত্রী নিজেই এই তথ্য সামনে এনেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে চলতি বছরের জানুয়ারিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার করোনা পজিটিভ হওয়ার তথ্য জানিয়ে বলেছেন, ভাইরাসে আক্রান্ত হলেও কোভিড-১৯ টিকা দেওয়ার কারণে ভালো বোধ করছেন তিনি।
টুইটারে দেওয়া এক বার্তায় উত্তর আমেরিকার এই দেশটির প্রধানমন্ত্রী বলেন, ‘আমি করোনা শনাক্তকরণ পরীক্ষায় পজিটিভ হয়েছি। আমি আইসোলেশনে আছি এবং করোনা রোগীদের বিষয়ে জনস্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করবো।’
উল্লেখ্য, এর আগে জাস্টিন ট্রুডো শেষবার চলতি বছরের জানুয়ারিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।