বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে স্কুল পড়ুয়া মুসফিক (১৬) ও রাকিব (১৬) নামে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ জুন) দিবাগত রাতে পৌর এলাকার বাগানচালা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে পৌর এলাকার তালতলা চত্বরে সংঘবদ্ধ কিশোর চক্র ধারালো অস্ত্র নিয়ে কুপাকুপি করে।এসময় রাসেল নামের এক কিশোররে উপর আক্রমণ চালায় তারা। এসময় সে দৌঁড়ে স্থানীয় একটি টেইলার্সের দোকানে যায়। সেই দোকানে গিয়ে সংঘবদ্ধ কিশোররা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় আহত কিশোরের বাবা জামাল হোসেন ১২ জন কিশোরের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬/৭ জনের নামে সখীপুর থানায় মামলা করেন।এঘটনায় রবিবার রাতে সখীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মনিরুজ্জামান পুলিশ নিয়ে অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
উপ-পরিদর্শক (এস.আই) মো.মনিরুজ্জামান বলেন, কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা নেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।