এডিট করা যাবে পাঠানো মেসেজ! অতি প্রয়োজনীয় ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
অ্যাপেল কিংবা টেলিগ্রামের মতো অ্যাপগুলিতে মেসেজ পাঠিয়ে দেয়ার পরও তাতে কোনও ভুল থাকলে এডিট করা
জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ব্যবহারকারী দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন ধরনের ফিচার এর ব্যবহার করছে আকর্ষণীয় এবং সহজ। হোয়াটসঅ্যাপের জনপ্রিয় একটি ফিচার হচ্ছে স্ট্যাটাস।
ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে নিজের প্রোফাইলে ইচ্ছামতো স্ট্যাটাস যোগ করতে পারেন। এমনকি আপলোড করা সেই স্ট্যাটাস তার কনট্যাক্ট লিস্টে থাকা সবাই দেখতে পায়। কে কে স্ট্যাটাস দেখছেন তাও দেখতে পারবেন আপলোডকারী।
চাইলে স্ট্যাটাস লুকিয়েও রাখতে পারবেন। অথবা যদি কেউ মনে করেন শুধু নির্দিষ্ট কয়েকজন ব্যক্তিকেই তার স্ট্যাটাস দেখাবেন তাহলে সেটাও সম্ভব। সেক্ষেত্রেও সেটিংসে কিছু পরিবর্তন করতে হয়। তবে যারা আপনার স্ট্যাটাস দেখছেন তারাও যদি সেটিংসে কিছু পরিবর্তন করেন তাহলে আপনিও আপলোড করা স্ট্যাটাসের ভিউ লিস্ট দেখতে পাবেন না।
আপনি যদি অন্যের স্ট্যাটাস দেখতে চান এবং তাকে যদি জানাতে না চান যে আপনি দেখছেন তার স্ট্যাটাস তাহলে যা করবেন-
> প্রথমে আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
> এরপর হোম স্ক্রিনের একদম ডানদিকে উপরে একটি থ্রি ডট অপশনটিতে ক্লিক করুন। একটি ড্রপ ডাউন মেনু খুলবে।
> সেখান থেকে সেটিংস অপশন বেছে নিন।
> এখানে অ্যাকাউন্ট অপশন পাবেন। ওই অপশনটি বেছে নিন এবং তারপর প্রাইভেসি অপশনে ট্যাপ করুন।
> এরপর ওই স্ক্রিনেই দেখা যাবে রিড রিসিপটস অপশন। ওই অপশটি আনটিক করে দিন। অথবা অফ করুন। এখন আপনি যে কারো স্ট্যাটাস দেখতে পাবেন। তবে তারা জানতে পারবে না আপনার উপস্থিতি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।