পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই মুখপাত্রের মহানবী সা: ও হজরত আয়েশা রা:-কে নিয়ে কট‚ক্তি করার প্রতিবাদে ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব। এরই ধারাবাহিকতায় মুসলিমদের প্রাণাধিক প্রিয় আল্লাহর রাসূল সা:-এর বিরুদ্ধে এরূপ ধৃষ্টতা প্রদর্শনের বিরোধিতা করেছে তুরস্ক। দেশটির ধর্ম বিষয়ক প্রধান প্রফসর ড. আলি এরবাশ বলেন, ‘আমি ভারতের শাসক দলীয় কর্তাব্যক্তিদের আল্লাহর রাসূল সা:-এর বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানাই।’ গত মঙ্গলবার এক টুইটবার্তায় তিনি এ কথা বলেন। তাতে আলি এরবাশ আরো বলেন, মুসলিমদের প্রতি এই অশোভন মনোভাব সা¤প্রদায়িক রাজনীতির ফলাফল। আল্লাহ তায়ালা তার রাসূল সা:-কে সারা বিশ্বের রহমত স্বরূপ পাঠিয়েছেন অথচ তাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানাই আমরা।’ তিনি বলেন, আমি ভারত সরকারকে দেশটিতে ইসলামফোবিয়ার ক্রমবর্ধমান ঘটনার মুখে তাদের নীতি পুনর্বিবেচনা করার এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়-এমন অবস্থান গ্রহণের আহŸান জানাচ্ছি।’ বৃহস্পতিবারও আল-জাজিরার সাথে আলাপকালে ভারতীয় দুই নেতার এই অবস্থানের সমালোচনা করেন আলি এরবাশ। তুরস্কের ক্ষমাতাসীন দল একে পার্টির মুখপাত্র ওমর চেলিকও এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান। টিআর এজেন্সি, আরাবি ২১ ডটকম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।