Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে হামলার একমাস পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ৫:০০ পিএম

ঝিনাইদহের হরিণাকু-ুতে সন্ত্রাসী হামলার শিকার আক্তার হোসেন (২৫) নামে এক যুবক একমাস চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (১২ জুন) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের ইজাল উদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী আরজিনা খাতুন জানান, গত ৮ মে পাশর্^বর্তী জোড়াদাহ গ্রামের উসমান শাহ’র দুই ছেলে চাঁন মিয়া ও সুরুজ শাহ তার স্বামীকে হাতুড়ি ও লাঠিসোঠা দিয়ে পিটিয়ে আহত করে। তাদের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে আক্তার এই হামলার শিকার হন। আহত আক্তারকে প্রথমে হরিণাকু-ু হাসপাতাল ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এটি আঘাতজনিত হত্যাকান্ড বলে পরিবার দাবী করেছেন।
বিষয়টি নিয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় গত ১১মে থানায় একটি মামলা হয়। সেই মামলায় ইতোমধ্যে আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টে যদি আঘাতে মৃত্যুর সত্যতা পাওয়া যায় তাহলে এটি হত্যা মামলায় রুপান্তরিত হবে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবকের মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ