Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রণের আধুনিক শল্য চিকিৎসা

ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আজকের আধুনিক সচেতন মানুষ রূপচর্চার ব্যাপারে খুবই সচেতন। কিন্তু  এ রূপ-চর্চায় যদি কোনো প্রতিবন্ধতা আসে, তাহলে দুশ্চিন্তার অন্ত থাকে না। ব্রণ হলো সেরকমই একটি প্রতিবন্ধক। সুখবর হলো- আধুনিক শল্য চিকিৎসা রেডিও ফালগারেশন এখন হাতের নাগালে। মাত্র এক সেশন চিকিৎসায় এটি সকল ব্রণ নির্মূল করতে সক্ষম।
রেডিও ফালগারেশন : এটি এক ধরনের কসমেটিক সার্জারি। যেটি ত্বকে রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েবস প্রবাহ করে কাজ করে। এতে ব্রণের কোষের পানি গরম হয়ে বাষ্পে পরিণত হয়। ফলে কোষগুলো দ্রবীভূত হয়ে যায় এবং ব্রণ সর্ম্পূরূপে ধ্বংস হয়ে যায়।
প্রতিকার : যেহেতু ব্রণ হরমোন দ্বারা প্রভাবিত, সেহেতু প্রধান লক্ষ্য হবে একে নিয়ন্ত্রণ করা। ব্রণের উৎপত্তিতে ব্যাকটোরিয়ার ভূমিকা থাকায় দীর্ঘদিন এন্টিবায়োটিক সেবন অপরিহার্য। এ জন্য চাই ধৈর্য ও সচেতনতা। কিন্তু সব চিন্তার অবসান ঘটিয়ে আজকের আধুনিক শল্য চিকিৎসা রেডিও ফালগারেশন স্বল্প সময়ে সকল ব্রণ ধ্বংস করে দেয়।
উপহার : রেডিও ফালগারেশন বর্তমান কসমেটিক জগতের এক আধুনিক সংস্করণ। বলতে গেলে, সৌন্দর্যপিপাসুদের জন্য যেন এক রেভ্যুলিউশন। মনে রাখতে হবেÑ এতে কোনো পার্শ্বক্রিয়া নেই।

ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন
সিনিয়র কনসালটেন্ট,
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
ফোন- ০১৭১৯২১৯৪২৯, ০২৯৩৪২৮৭৬



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন