Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলগঞ্জে চলন্ত ট্রেনে আগুন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২২, ২:১১ পিএম | আপডেট : ৩:৪৪ পিএম, ১১ জুন, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুন) দুপুর ১টার দিকে উপজেলার শমসেরনগর বিমানবন্দর এলাকার পতনউষার বাজারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেন।

বর্তমানে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মৌলভীবাজার ও শ্রীমঙ্গল থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি টিম ঘটনাস্থলে রওয়ানা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী প্রণজিত দেব নামে এক ব্যক্তি জানান, ট্রেনের আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করছে। আগুন তীব্র হচ্ছে। এখনো কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

কুলাউড়া স্টেশনমাস্টার মহিবুল ইসলাম জানান, ট্রেনটির চারটি বগিতে আগুন লেগেছে। আটটি বগি নিরাপদে সরিয়ে কুলাউড়া স্টেশনে এনে রাখা হয়েছে আর পাঁচটি বগি অক্ষত অবস্থায় ঘটনাস্থলে আছে। ফায়ার সার্ভিস এখনো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তিনি আরও জানান, ট্রেনটি লেট ছিল। দুপুর ১২টা ৪৫ মিনিটে লংলা স্টেশন থেকে ছেড়ে আসে।



 

Show all comments
  • amrul islam ১১ জুন, ২০২২, ২:১৫ পিএম says : 0
    photograph of this report is fromDESH RUPANTOR
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ