Inqilab Logo

শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘রাশিয়াকে নিষেধাজ্ঞা দেয়ায় দুর্ভিক্ষ হতে পারে আফ্রিকায়’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২২, ১২:০৫ এএম

ইউরোপের রুশ-বিরোধী নিষেধাজ্ঞাগুলো আফ্রিকান ব্যবসায়ীদের রাশিয়া থেকে শস্য এবং সার ক্রয়কে বাধাগ্রস্ত করে এবং তাই মহাদেশে দুর্ভিক্ষের কারণ হতে পারে, আফ্রিকান ইউনিয়নের পক্ষে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল বলেছেন।

বৃহস্পতিবার বার্তা সংস্থা ফ্রান্স-২৪কে তিনি বলেন, ‘রাশিয়ান পণ্যগুলোতে অ্যাক্সেসের বিষয়ে, আফ্রিকান ইউনিয়নের সদস্যরা সুইফট-সম্পর্কিত নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছে। যেহেতু আমাদের ব্যাঙ্কগুলোর বেশিরভাগই ইউরোপীয় ব্যাঙ্কগুলির সাথে সম্পর্ক রয়েছে, তাই স্বাভাবিক অর্থপ্রদানের পদ্ধতিগুলি তাদের কাছে আর উপলব্ধ নেই।’

বৃহস্পতিবার সম্প্রচারিত এ সাক্ষাৎকারে ম্যাকি সাল আফ্রিকান ইউনিয়নের সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘রাশিয়া অন্যান্য দেশের সাথে বাণিজ্য চালিয়ে যাচ্ছে, যেমন চীন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র। তারা ইউরোপে গ্যাস সরবরাহ করছে। কিন্তু পেমেন্ট সিস্টেমের কারণে আমরা (রাশিয়ার সাথে বাণিজ্য) করতে পারি না।’
সেনেগালিজ নেতা অব্যাহত রেখেছিলেন যে, মহাদেশটি যে আরেকটি সমস্যার মুখোমুখি হচ্ছে তা রাশিয়ান শস্য এবং সার উৎপাদনকারীদের উপর আরোপিত নিষেধাজ্ঞা। ‘একদিকে, আমাদের একটি সামরিক সংঘাত রয়েছে যা এ পরিস্থিতির দিকে নিয়ে গেছে, অন্যদিকে নিষেধাজ্ঞার পরিণতি। বাজারকে স্বাভাবিক করার জন্য এবং নিশ্চিত করার জন্য আমাদের ইউরোপীয় অংশীদারদের সাথে যৌথভাবে সেই সমস্যাগুলো সমাধান করার উপায় খুঁজে বের করতে হবে।’

‘বাস্তবতা হল আফ্রিকার অধিকাংশ দেশে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে যদি আমরা সার না পাই, তাহলে কোন ফসল হবে না। আমরা ইতিমধ্যেই গম সরবরাহে সমস্যায় ভুগছি, এবং যদি স্থানীয় কৃষকরা অন্য ফসল ফলাতে না পারে, তাহলে মহাদেশকে অস্থিতিশীল করার আশঙ্কার সাথে একটি খুব গুরুতর দুর্ভিক্ষ হতে পারে,’ প্রেসিডেন্ট বলেছিলেন।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার প্যারিসে পৌঁছেছেন সেনেগালের নেতা। শুক্রবার তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গেও সাক্ষাৎ করবেন। সূত্র : তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ