Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজশাহীতে চোরাই ট্রাক উদ্ধার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ৬:২৬ পিএম

রাজশাহী মহানগরীতে চুরি হওয়া একটি ট্রাক ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে আরএমপি'র শাহমখদুম থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার মো: আব্দুল কুদ্দুসের ছেলে মো: আবুল কালামের একটি ট্রাক গত ৮ জুন ২০২২ রাত আড়াই টায় নগরীর শাহমখদুম থানার নওদাপাড়ার লালচাঁন মিস্ত্রির গ্যারেজ থেকে চুরি হয়। আবুল কালামের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলা রুজু পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব মুহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় শাহমখদুম থানা পুলিশের একটি টিম চোরাই ট্রাক উদ্ধার-সহ চোরকে গ্রেফতারের অভিযান শুরু করেন।

পরবর্তীতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ জনাব মো: মেহেদী হাসানের তত্ত্বাবধানে এসআই মো: আব্দুল মতিন ও তার টিম আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সিসিটিভি ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তি পর্যালোচনা করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ৯ জুন ২০২২ বিকেল পৌনে ৫ টায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার মোহনপুর থানার খয়রা মোড় হতে চোরাই ট্রাকটি উদ্ধার করে।
ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ