Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ হুমকি মোকাবিলায় সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনা করছে ফিনল্যান্ড

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ১০:২৪ এএম

রাশিয়া সীমান্তে দেয়াল নির্মাণে নিজেদের সীমান্ত আইন পরিবর্তনের পরিকল্পনা করছে ফিনল্যান্ডের সরকার। বৃহস্পতিবার ঘোষিত এই পরিকল্পনার লক্ষ্য ইউক্রেনে রুশ আগ্রাসন পরবর্তী হুমকি মোকাবিলার প্রস্তুতি জোরালো করা।

পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্য হওয়ার আবেদন করেছে ফিনল্যান্ড। রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধের ইতিহাসও আছে। তবে বর্তমানে দুই দেশের জঙ্গলঘেরা সীমান্ত কেবল চিহ্ন এবং প্লাস্টিক লাইনে ঘেরা রয়েছে। দুই দেশের মোট সীমান্তের দৈর্ঘ্য ১৩০০ কিলোমিটার হলেও বেশিরভাগ স্থানেই তা কেবল চিহ্ন দিয়ে রাখা আছে।

ফিনল্যান্ডের ওপর চাপ বাড়াতে রাশিয়া সীমান্তে আশ্রয় প্রার্থীদের পাঠাতে এমন আশঙ্কায় সীমান্ত নিরাপত্তা জোরালো করতে তড়িঘড়ি উদ্যোগ নেয় ফিনিশ সরকার। গত বছর ইউরোপিয়ান ইউনিয়নও বেলারুশের বিরুদ্ধে এমন অভিযোগ তোলে। ওই সময় মধ্যপ্রাচ্যে, আফগানিস্তান এবং আফ্রিকার হাজার হাজার অভিবাসী পোলিশ সীমান্তে আটকে পড়ে।

ফিনল্যান্ড সরকারের পরিকল্পনা অনুযায়ী আশ্রয় প্রার্থীরা কেবল নির্দিষ্ট স্থান দিয়ে প্রবেশের আবেদন করতে পারবে। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান আইন অনুযায়ী অভিবাসীদের যেকোনও ইইউ সদস্য দেশের দেওয়া প্রবেশ পথ দিয়ে প্রবেশ করে আশ্রয় চাওয়ার অধিকার রয়েছে।
ফিনল্যান্ড সরকারের আইনি সংশোধনের ফলে দেয়াল, নতুন সড়ক, টহল বাড়াতে সীমান্ত স্থাপনা নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।
ফিনল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টা মিক্কোনেন বলেন, ‘পরবর্তীতে, সরকার ফিনিশ বর্ডার গার্ডের মূল্যায়নের ভিত্তিতে পূর্ব সীমান্তের গুরুত্বপূর্ণ জোনে সীমানা বাধার বিষয়ে সিদ্ধান্ত নেবে’। সূত্র: রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিনল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ