Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আহত সন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে গেল বানর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ১২:০২ এএম

নিজের মাথায় আঘাত পেয়েছে। সেই অবস্থাতেই আহত শিশুকে বুকে চেপে নিয়ে চিকিৎসকের কাছে পৌঁছাল মা। তবে এই মা মানুষ নয়, একটি বানর। ভারতের বিহার রাজ্যের সাসারামের শাহজুমা এলাকায় ওই ঘটনাটি ঘটেছে। নিজের আঘাত নিয়েই আহত সন্তানকে চিকিৎসা করাতে মঙ্গলবার দুপুরে চিকিৎসকের কাছে পৌঁছায় ওই বানরটি। তার এমন কান্ড দেখে হতবাক চিকিৎসক থেকে স্টাফ সবাই। চেম্বারে পৌঁছাতেই চিকিৎসক আঘাত লাগার বিষয়টি বুঝতে পেরে ইশারায় বানরটিকে ভেতরে আসতে বলেন। ইশারা বুঝে বাচ্চা নিয়ে রোগীর বসার টুলে উঠে বসে বানরটি। চিকিৎসক দেখেন মা বানরটির মাথায় এবং বাচ্চার পায়ে আঘাত রয়েছে। তিনি দু’জনের ক্ষতস্থানেই মলম লাগিয়ে টিটেনাসের ইঞ্জেকশন দেন। এরপর চিকিৎসক সবাইকে সরে যেতে বলেন যাতে ওই মা বানর নিজের শিশুকে নিয়ে ওখান থেকে ধীরেসুস্থে বেরিয়ে যেতে পারে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মা বানরের এমন বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন সবাই। এবিপি।

 

 



 

Show all comments
  • Abul Kalam Azad Khan ১৬ আগস্ট, ২০২২, ১২:৫২ পিএম says : 0
    মানুষরিুপি জন্তুদের এই নিরীহ বানর থেকে শিক্ষা নেওয়া উচিৎ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসক

১৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ