Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাস্তা মেরামত চাই

চিঠিপত্র

জাকারিয়া আল হোসাইন | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ১২:০২ এএম

নীলফামারী পৌরসভার আনাচে-কানাচে সবধরনের রাস্তায় শুধু ইটের খোয়া বিছানো হয়েছে। দীর্ঘ সময় ধরে রাস্তার কাজ ঝুলে আছে। গেলো নির্বাচনের আগে রাস্তায় বালু ও সমানকরণ কাজ শুরু হলেও এখন সেটাও বন্ধ। এই অবস্থা চলছে ৩-৪ বছর ধরে। রিকশায় করে কোথাও গেলে অস্বস্তিকর পরিস্থিতিতে পরতে হয়। নীলফামারী উকিল মোড় থেকে ফকিরগঞ্জ হাট, বড় বাজার থেকে নিউ বাবুপাড়া এই দুটি রাস্তা খুব জনবহুল। শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম পথ। এছাড়াও আরও কিছু সাইট রোড আছে যেগুলোর অবস্থা এমনই। অটো, রিকশা, মোটরসাইকেল, সাইকেলসহ ছোট্টো যানবাহনগুলোর জন্য রাস্তাগুলো যাতায়াত ব্যবস্থা একটুও নিরাপদ নয়। পৌর প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শিক্ষার্থী, নীলফামারী সরকারি কলেজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন