Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

লংকাবাংলা ফাইন্যান্স ও নগদের মধ্যে চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ১২:০৪ পিএম

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ডিজিটাল আর্থিক সেবা গ্রহণের নতুন দুয়ার উন্মোচিত করতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এবং লংকাবাংলা ফাইন্যান্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স¤প্রতি লংকাবাংলা ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে চুক্তিটি সম্পন্ন হয়। লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ার এবং ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় শহর এবং প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরা এখন থেকে ‘নগদ’-এর মাধ্যমে লংকাবাংলার ডিপিএস সুবিধা, ক্রেডিট কার্ড এবং ঋণের জন্য আবেদন করতে পারবেন। দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত করাই চুক্তিটির মূল লক্ষ্য। এ বিষয়ে ‘নগদ’ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, নগদ-ই একমাত্র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, যেটি শহর ও গ্রাম নির্বিশেষে সকল গ্রাহকদের জীবনকে সহজ করার জন্য সব ধরনের আর্থিক সেবা তৈরি করে যাচ্ছে। আমরা শিগগির উন্নত দেশ হতে যাচ্ছি, ফলে দেশের যেকোনো স্থানে বসেই সকল আর্থিক সেবা গ্রহণের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাচ্ছে। এই চুক্তিটি মানুষের ডিজিটাল আর্থিক সেবা গ্রহণকে ব্যাপকভাবে উৎসাহিত করবে এবং তৃণমূল পর্যায়ের মানুষকে আর্থিক অন্তর্ভুক্তিতে নিয়ে আসবে।

চুক্তির বিষয়ে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ার বলেন, লংকাবাংলা সবসময় আর্থিক উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করে এবং আমরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী আর্থিক সেবা সরবরাহ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ডিজিটাল ব্যাংকিং দেশের আর্থিক খাত পরিবর্তন করছে। চতুর্থ শিল্পবিপ্লব এবং ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সঙ্গতি রেখে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশে আমাদের উপস্থিতি প্রসারিত করে আরও দ্রæত গ্রাহকসেবা নিশ্চিত করতে আমরা ডিজিটাল ট্রান্সফরমেশন ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করেছি। আমরা বিশ্বাস করি এই নতুন অংশীদারিত্বটি শহর ও প্রত্যন্ত অঞ্চলে নারী উদ্যোক্তা এবং প্রান্তিক মানুষদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ‘নগদ’-এর সহায়তায় আমরা বাংলাদেশের সব অঞ্চলের সাড়ে ছয় কোটি ‘নগদ’ গ্রাহকের কাছে পৌঁছাতে পারব।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘নগদ’-এর চিফ সেলস অফিসার মো. শিহাব উদ্দিন চৌধুরী, হেড অফ বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু, হেড অব ইনস্যুরেন্স ও এনবিএফআই মো. বায়েজিদ এবং লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব অপারেশন এ কে এম কামরুজ্জামান, হেড অফ রিটেইল বিজনেস খুরশেদ আলম, হেড অব এসএমই মো. কামরুজ্জামান খান ও হেড অফ আইসিটি শেইখ মোহাম্মদ ফুয়াদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুক্তি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ