Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্ক সফরে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ১১:০৬ এএম

তুরস্ক সফরে আসছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে মাদুরো আঙ্কারা সফরে আসছেন।

তুরস্কের যোগাযোগ মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর রয়টার্স ও আনাদুলু এজেন্সির।

বিবৃতিতে বলা হয়, মাদুরোর এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ছাড়াও বিভিন্ন বিষয়ে দুই দেশের নেতার মধ্যে আলোচনা হবে।

এ ছাড়া দুদেশের শীর্ষ নেতারা আঞ্চলীক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন বলে জানা গেছে।

২০১৮ সাল থেকে তুরস্ক ভেনিজুয়েলায় খাদ্য ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি পণ্যের রপ্তানি বাড়িয়েছে। আর, দক্ষিণ আমেরিকার দেশটি তুরস্কের কাছে স্বর্ণ বিক্রি করেছে, যদিও এর পরিমাণ প্রকাশ্য নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেনিজুয়েলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ