Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত প্রতীক হাসান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ১২:০৪ এএম

সঙ্গীতশিল্পী প্রতীক হাসান এখন নতুন গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত মাসে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘প্রতারণা’। এর মধ্যে আরও দু’টো নতুন গানে কন্ঠ দিবেন। একটি গান আরটিভি’র জন্য, আরেকটি গান ‘রঙ্গন মিউজিক’র জন্য। নতুন গান গাওয়ার পাশাপাশি স্টেজ শো নিয়েও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী কয়েকদিন ঢাকা ও ঢাকার বাইরে তার স্টেজ শো রয়েছে। স্টেজ শো গুলোতে প্রতীক হাসান তার নিজের মৌলিক গান গাওয়ার পাশাপাশি তার বাবার গাওয়া জনপ্রিয় গান পরিবেশন করবেন। স্টেজ-এ উঠলে শ্রোতারা তার বাবার গান গাইতেই বেশি অনুরোধ করেন। ফলে প্রতীককে দর্শকের আবেদন মেটাতে গাইতে হয়। এ কারণে তার বাবার গাওয়া জনপ্রিয় গান ‘যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়’ গানটি নতুন সঙ্গীতায়োজনে গেয়েছেন। গানটির কথা ও সুর সঙ্গীত করেছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের। ২০১৭ সালে ইউটিউবে প্রকাশিত এই গানটি এখন পর্যন্ত উপভোপগ করেছেন ৩৪ লাখেরও বেশি ভিউয়ার্স। অন্যদিকে, প্রতীক হাসানের (সঙ্গে নাওমি) গাওয়া ‘এই যে বিয়াইন সাব ভাব নিয়েন না’ গানটি আড়াই কোটির বেশি ভিউ হয়েছে। গানটি লিখেছেন প্রতীক ও প্রীতম, সুর করেছেন প্রীতম হাসান। এছাড়া অনুরূপ আইচের লেখা, জুয়েল মোর্শেদের সুর সঙ্গীতে প্রতীকের গাওয়া ‘ব্রাজিল নাকী আর্জেন্টিনা’ গানটিও ৭৩ লক্ষ’ ভিউয়ার্স উপভোগ করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ