Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালমান শাহ’কে উৎসর্গ করে প্রতীক হাসানের গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৯, ১২:১০ এএম

প্রয়াত কন্ঠশিল্পী খালিদ হাসান মিলু প্রয়াত নায়ক সালমান শাহ’ অভিনীত অনেক সিনেমাতেই গেয়েছেন। মিলুর গাওয়া ‘তুমি যেখানেই থাকো’, ‘শুধু একবার শুধু একবার’, ‘চিঠি লিখলাম ও লিখলাম’, ‘আমি যে তোমার প্রেমে পড়েছি’, ‘সাথী তুমি আমার জীবনে’সহ আরো বেশকিছু গান সালমান শাহ’র লিপে জনপ্রিয়তা পায়। বাবার গাওয়া সেসব গান এখন বিভিন্ন স্টেজ শো’তে প্রতীক হাসান নিয়মিত গান দর্শকের অনুরোধে। তবে এবার প্রতীক হাসান সালমান শাহ’কে উৎসর্গ করেই একটি গানে কন্ঠ দিয়েছেন। ১৯৯৩ সালের মার্চ মাসে মুক্তি পেয়েছিলো সালমান শাহ ও মৌসুমী অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। সিনেমাটি মুক্তির মাসেই সালমান শাহকে উৎসর্গ করে গানটি গেয়েছেন প্রতীক। গানের কথা হলো ‘বস আপনি সালমান শাহ, সব নায়কের বাদশাহ’। গানটি লিখেছেন রাকিব হাসান রাহুল। গানের সুর সঙ্গীত করেছেন প্রতীকেরই ছোট ভাই প্রীতম হাসান। প্রতীক হাসান বলেন, ‘অনেক আগেই প্রীতমের ইচ্ছা ছিল সালমান শাহকে নিয়ে একটি গান করার। অবশেষে তার সেই ইচ্ছা পূরণ হলো। আমারও ইচ্ছা ছিল এমন একজন নায়ককে নিয়ে গান করার। কারণ তার কন্ঠে বাবার গাওয়া অনেক গানই জনপ্রিয়তা পেয়েছে। তিনি আমারও প্রিয় নায়ক। প্রিয় নায়ককে নিয়ে তাকে উৎসর্গ করে এমন একটি গান গাইতে পেরেছি, এরমধ্যে কতোটা ভালোলাগা আছে ভালোবাসা আছে তা বুঝাতে পারব না। ধন্যবাদ রাকিবকে সুন্দর কথার জন্য। অসংখ্য ধন্যবাদ ছোট ভাই প্রীতমকে, কারণ তার জন্যই এতো সুন্দর একটি গানের সৃষ্টি হয়েছে।’ প্রতীক হাসান জানান আসছে এপ্রিলে গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ