বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় তাঁত ও বস্ত্র মেলার লটারির টিকেট কেনা নিয়ে বিরোধের জেরে আল জামি ওরফে বনি (২২) নামের বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগের ৫ম সেমিস্টারের এক শিক্ষার্থীকে খুন করেছে একদল কিশোর অপরাধী ।
শুক্রবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়া শহরের কলোনি এলাকায় এ খুনের ঘটনা ঘটে। নিহত বনি শহরের মালতিনগর পশ্চিমপাড়ার দন্ত চিকিৎসক আনিছুর রহমান বাবুর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে চলমান মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলায় লটারির টিকেট শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি করা হচ্ছে। কলোনি বটতলা এলাকায় তাজ ফার্মেসির সামনে চেয়ার টেবিল নিয়ে বসে টিকেট বিক্রি করছিলেন মেলার লটারির সাথে জড়িত বেশ কয়েকজন যুবক। বনি সেখান থেকে টিকেট কিনে সেখানে থাকা বক্সে ফেলানোর সময় সোহান নামের এক কিশোর সন্ত্রাসীর সঙ্গে কথাকাটাকাটি হয়। এনিয়ে সোহানের সঙ্গে থাকা কিশোর অপরাধীরা বনিকে মারধর শুরু করে। এক পর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বনিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর মারা যায় বনি।
পুলিশ শনিবার এরিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।