বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জেলায় চালের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকায় একটি প্রতিষ্ঠানের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ফেনী বড় বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সোহেল চাকমা।
সহকারি পরিচালক জানান, চালের মূল্য বৃদ্ধি, জেলা খাদ্য বিভাগের সহযোগিতায় মজুদ সরবরাহ ও মূল্য তালিকা হালনাগাদ আছে কিনা এ বিষয়ে বাজার তদারকি করা হয়। অভিযানে বেশ কয়েকটি দোকান পরিদর্শন করে কোন গোলমাল পাওয়া যায় নি। তবে তাকিয়া রোডে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় থাকায় মেসার্স বিসমিল্লাহ রাইচ এজেন্সি নামে এক প্রতিষ্ঠানের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে জেলা খাদ্য পরিদর্শক মাইনুল ইসলাম, জেলা বাজার কর্মকর্তা হারুন অর রশীদসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।