Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

লবণ নিয়ে কারসাজি করলে প্রতিষ্ঠান বন্ধের হুমকি ভোক্তা অধিকারের

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২২, ১২:০৩ এএম

পর্যাপ্ত মজুত থাকার পরও কোরবানি না আসতেই লবণের দাম বাড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ কাঁচা চামড়া ব্যবসায়ীদের। যদিও তা অযৌক্তিক দাবি করে মিল মালিকরা বলছেন, লবণের দাম বাড়ানো হয়নি। প্রয়োজনে ঈদের দিন লবণ সরবরাহ করা হবে বলেও আশ্বাস তাদের। এদিকে লবণের কারণে কোরবানির চামড়া যাতে নষ্ট না হয়, সে বিষয়ে দুই পক্ষকেই আগাম সতর্ক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
দেশে চামড়া সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম কোরবানি ঈদ। কিন্তু কয়েক বছর ধরে দাম নিয়ে নৈরাজ্যের কারণে বিপুলসংখ্যক চামড়া নষ্ট হয়েছে। কোরবানিদাতারা বাড়তি দাম পেতে অনেক সময় চামড়া বিক্রি করতে দেরি করেন। আবার বেশি চামড়া একসঙ্গে কিনে পরে বেশি মুনাফার আশায় মজুত করেন মৌসুমি ব্যবসায়ীরা। দুই তরফেই লবণ দিয়ে সংরক্ষণ না করায় নষ্ট হয় চামড়া। এবার এমন পরিস্থিতি এড়াতে আগেভাগেই কাঁচা চামড়া ব্যবসায়ী আর লবণ মিল মালিকদের নিয়ে বৈঠক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। যেখানে লবণের দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করে দুই পক্ষ।
এদিকে কোরবানির আগেই বিতর্কের শেষ দেখতে চায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংস্থাটির পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, লবণ নিয়ে যদি কেউ কারসাজি করেন বা হঠাৎ করে দাম বাড়িয়ে দেন, তাহলে আমরা ওই প্রতিষ্ঠানটিকে সেদিনই বন্ধ করে দেব। তারপর এক মাসের জন্য সেই প্রতিষ্ঠান আর খোলা হবে না। উল্লেখ্য, দেশের আট জেলার মিলগুলোতে এ মুহূর্তে মজুত আছে সাড়ে তিন লাখ মেট্রিক টন লবণ। যদিও কোরবানি মৌসুমে দরকার ৬০ থেকে ৭০ হাজার মেট্রিক টন লবণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লবণ নিয়ে কারসাজি করলে প্রতিষ্ঠান বন্ধের হুমকি ভোক্তা অধিকারের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ