বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা মহানগরীর গল্লামারী ও বানরগাতী এলাকায় অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানিয়েছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন (মূল্য বিহীন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকা) করায় ছয়টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল- নগরীর বানরগাতী বাজারের মেসার্স অঙ্কীতা ফার্মেসীকে ১০ হাজার, মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ২ হাজার, গল্লামারীর গাজী ফার্মেসীকে ৫ হাজার, মেসার্স মা মেডিকেল হলকে ৫ হাজার, মেসার্স মুক্তি ফার্মেসীকে ২ হাজার ও খান মেডিকেল হলকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।