Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবম দিনে অসুস্থ ১২, হাসপাতালে ২

কাফনের কাপড় পরে অনশন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ৭:৪০ পিএম

চাকরি রক্ষায় মৎস্য অধিদফতরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ’ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের ৫১২ কর্মচারী দাবি জানিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে আজ নবম দিনের মতো মানববন্ধন, অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে চলেছেন তারা। আজ দুইজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। কাফনের কাপড় পরে আন্দোলন করে চলেছেন। তারা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

৫০০ জন ক্ষেত্র সহকারী ও অন্যান্য পদে ১২ জনসহ মোট ৫১২ জন জনবল ২০১৫-২০১৬ অর্থবছর থেকে সাত বছর ধরে দায়িত্ব পালন করছেন। এই দক্ষ জনশক্তিকে রাজস্ব খাতে স্থানান্তরের সহায়ক সব পরিপত্র থাকা সত্ত্বেও মন্ত্রণালয় ও অধিদফতরের যথাযথ পদক্ষেপের অভাবে বাস্তবায়ন হচ্ছে না। এ অবস্থায় এসব জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানান তারা। এ প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হচ্ছে।

বক্তব্য রাখেন সভাপতি সাইদুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ সুমন হোসেন, সিনিয়র সহ সভাপতি মোঃ সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুজ্জামান, রংপুর বিভাগের সভাপতি সুমন সরকার, মুক্তিযোদ্ধার সন্তান ইসরাফিল, হাহিনা আক্তার সুভ্রা ও নয়ন চন্দ্র শীল।

 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনশন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ