Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ৩:১৭ পিএম

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা। তিনি বলেছেন, বুধবার সন্ধ্যায় সোনিয়া গান্ধীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার শরীরে মারাত্মক কোনো উপসর্গ নেই। কংগ্রেস সভানেত্রী বিশ্রামে রয়েছেন বলে জানিয়েছেন সুরজেওয়ালা।
ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের সাথে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৮ জুন সোনিয়াকে ডেকেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার নোটিশ পাঠানো হয়েছে তাকে।
আসন্ন রাজ্যসভা ভোটের জন্য গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন সোনিয়া। ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুল গান্ধীকে বুধবার পৃথক নোটিশ পাঠিয়েছিল ইডি। বৃহস্পতিবার তাকে ইডি’র দফতরে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেখানে হাজির হননি। সূত্র : আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ