বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়ারের ফ্লাইটে আসা যাত্রীর কাছ থেকে ৩৪টি স্বর্ণের বারসহ ১৪টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। বুধবার সকালে শারজাহ থেকে ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। বিমান বন্দরের কর্মকর্তারা জানান শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে নজরদারিতে ছিলেন। এ সময় শারজাহ থেকে আসা ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ৩৪টি স্বর্ণের বারসহ ১৪টি স্বর্ণের চেইন, মোবাইল ফোন উদ্ধার করা। সাইফুল ইসলাম নামে ওই যাত্রীর বাড়ি। চট্টগ্রামের লোহাগাড়ায়। তার শরীর তল্লাশি করে কালো স্কচ টেপে মোড়ানো স্বর্ণের বারগুরো পাওয়া যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।