Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সমগ্র ডনবাস জয়ের দ্বারপ্রান্তে রাশিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ৭:১১ পিএম | আপডেট : ৮:০৫ পিএম, ৩১ মে, ২০২২

আমেরিকা ও পশ্চিমাদের দেয়া সর্বাধুনিক অস্ত্র দিয়েও রুশ সেনাদের ঠেকাতে পারছে না ইউক্রেনের যোদ্ধারা। রুশ সেনারা প্রায় অনায়াসেই একের পর এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। তাদের অগ্রাভিযানের মুখে পালাতে বাধ্য হচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা।

পূর্ব ইউক্রেনে ফোকাস করার কৌশল পরিবর্তন করার পর রাশিয়া এই সপ্তাহে তার সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তারা লুহানস্ক অঞ্চলের পুরোটাই দখল করার কাছাকাছি পৌঁছেছে। অগ্রগতিগুলি পূর্বে ইউক্রেনের দখলে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে একটি সেভেরোডনেৎস্ককে ঘিরে এবং দখলের দিকে মনোনিবেশ করেছে। সেখানে প্রায় বিনা বাধাতেই প্রবেশ করেছে রুশ সেনা এবং শহরের উপর ইউক্রেনের দখল ভঙ্গুর বলে মনে হচ্ছে।

এই অঞ্চলে রাশিয়ার পুনর্নবীকরণ গতি পুরো পূর্ব ফ্রন্ট জুড়ে তার আক্রমণ ছড়িয়ে দেয়ার পরিবর্তে পূর্ব ইউক্রেনের মধ্যে একটি সংকীর্ণ অঞ্চলে ফোকাস করা থেকে লভ্যাংশ দেখায়। রাশিয়া সেভেরোডনেৎস্ক শহরটির দখল নিলে পুরো লুহানস্ক এলাকা তাদের দখলে চলে আসবে এবং এটা হবে রাশিয়ার জন্য একটা বড় কৌশলগত অর্জন।

লুহানস্ক ডনবাসের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল এবং ইউক্রেনের ভারি শিল্প এলাকা। ডনবাস দখল করাকে রাশিয়া এখন চূড়ান্ত অগ্রাধিকার দিচ্ছে এবং এখানে কোনরকম শর্ত রাশিয়া আমলে নেবে না বলে জানিয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সূত্র: নিউইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ