বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনার তালতলীতে হত্যা,ডাকাতি ও চুরিমামলাসহ ৭টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পালাতক আসামি মো. হাসান ওরফে পিচ্চি হাসান (২৬) কে গ্রেফতার করে থানা পুলিশ।
মঙ্গলবার ( ৩১মে ) বিকালে ৩টার দিকে উপজেলার বড়পাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। হাসান উপজেলার বড়পাড়া এলাকার আবুল হোসেন পাটোয়ারী ছেলে।
পুলিশ জানায়, উপজেলার বড়পাড়া এলাকায় হত্যা,ডাকাতি ও চুরিমামলাসহ ৭টি মামলার আসামী দীর্ঘদিন পলাতক হাসান ওরফে পিচ্চি হাসান অবস্থান করছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপুসহ পুলিশের একটি টিম অভিযান চালায়। পুলিশের টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। এই পিচ্চি হাসান অপরাধ করা জন্য বিভিন্ন সময় একাধিক নাম ব্যবহার করছেন। তার বিরুদ্ধে কামাল হোসেন পাটোয়ারী, আবুল হাসান, মেহেদী হাসান, পিচ্চি হাসান, রুবেল হাসান,কামাল হাসানসহ ৭টি মামলার ওয়ারেন্ট পাওয়া গেছে। আরও কোনো মামলার ওয়ারেন্ট আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও বলেন, এই হাসান আন্ত-জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন অঞ্চলে তার বিরেুদ্ধে একাধিক মামলা রয়েছে।
হাসানের গ্রেফতারে তার এলাকা বড়পাড়ায় এলাকাসহ ইউনিয়নে স্বস্তিÍ বিরাজ করছে। এই হাসান ভাড়ায় মানুষ খুন করতো বলে জানান এলাকাবাসী।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযান চালিয়ে পিচ্চি হাসানকে গ্রেফতার করা হয়েয়ে। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।####
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।