মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় আটক হয়েছেন। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নাপা কাউন্টি থেকে তিনি ট্রাফিক পুলিশের হাতে আটক হন।
৮২ বছর বয়সী পল পেলোসির বিরুদ্ধে দুটি লঘু অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং পাঁচ হাজার ডলার মুচলেকায় তাকে জামিন দেয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। তবে এ বিষয়ে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ বিস্তারিত জানায়নি।
ক্যালিফোর্নিয়ার আইন অনুসারে কোনো ব্যক্তির রক্তে অ্যালকোহলের মাত্রা প্রতি ডেসি লিটারে ০.০৮ গ্রামের বেশি হলে তিনি গাড়ি চালাতে পারবেন না।
পল পেলোসি যখন পুলিশের হাতে আটক হন তখন তার স্ত্রী ন্যান্সি পেলোসি রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভারসিটির একটি অনুষ্ঠানের বক্তৃতা দিচ্ছিলেন। তার মুখপাত্র ড্রিউ হ্যামিল বলেছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে স্পিকার ন্যান্সি পেলোসি কোনও মন্তব্য করবেন না।
১৯৬৩ সাল থেকে পল ও ন্যান্সি বৈবাহিক জীবনে আবদ্ধ। সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, সিএনএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।