বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফফাত নায়েম নাফি আহতের ঘটনায় আরও দুজনকে আটক করেছে র্যাব। শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাত একটার দিকে মহানগরীর জাহাজঘাট মোড় থেকে তাদের আটক করা হয়।
শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব-৫। আটকরা হলেন- মহানগরীর মতিহার থানাধীন খোজাপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে মো. সালাউদ্দিন বাপ্পী (২৭) এবং একই গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মো. নবাব শরীফ (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা।
সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, সালাউদ্দীন বাপ্পি রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের মাস্টার্সে অধ্যয়ন করছে। নবাব শরীফ একটি কাপড়ের দোকানের কর্মচারী হিসেবে কর্মরত। দুজনেই ‘উগ্রবাদী’ রাজনৈতিক দলে সক্রিয় রয়েছে। দুজনের নামেই সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গত ৯ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুর এলাকার এন.আর ছাত্রাবাসে নাফিকে ছুরিকাঘাত করে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় তার বন্ধু শরিফুল ইসলাম বাদী হয়ে মেস মালিক নাজমুল ইসলামসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে মতিহার থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার দিনই মতিহার থানা পুলিশ ওই মেসে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।