Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘অপরাজেয়’ মিসাইল পরীক্ষা

আরো শক্তিশালী রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:০১ এএম

ইউক্রেন অভিযানের পর থেকে রাশিয়া একের পর এক নতুন ও সর্বাধুনিক অস্ত্র প্রদর্শন করছে। তারই ধারাবাহিকতায় এবার ফের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়া। নাম ‘জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইল’।
শনিবার এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ ঘটিয়েছে মস্কো। ব্যারেন্টস সাগরে উপস্থিত রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোরশকোভ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হাজার কিলোমিটার দূরে উত্তর মেরুর শ্বেত সাগরে (হোয়াইট সি) গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর উপরে আঘাত হানে এটি। এই ক্ষেপণাস্ত্রকে ‘অপরাজেয়’ হিসেবে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তরফে জানানো হয়েছে, তাদের নতুন অস্ত্রশস্ত্রের পরীক্ষা চলছে। এটিও সেই পরীক্ষার অংশ ছিল। জিরকনের পরীক্ষা প্রথম হয়েছিল ২০২০ সালের অক্টোবরে। সে সময়ে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছিলেন, ‘দারুণ ঘটনা।’ তবে এখনের এই পরীক্ষামূলক উৎক্ষেপণের বার্তা আলাদাই। এক কথায় গোটা বিশ্বকে ‘হুঁশিয়ারি’।

শব্দের চেয়ে ৫ থেকে ১০ গুন বেশি গতিতে এটি হাজার কিলোমিটার দূরের নিশানায় নিঁখুতভাবে আঘাত হানতে পারে। গতির কারণে সহজ কোনও রাডার এটি শনাক্ত করতে পারে না। জিরকন ছাড়াও ‘কিনঝাল’ নামে রাশিয়ার হাতে একধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। কিনঝাল অর্থ ছুরি। গত মার্চেই ইউক্রেনে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করে রাশিয়া।

এর আগেও অবশ্য পরীক্ষামূলকভাবে জিরকন ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। প্রথম এ ধরনের পরীক্ষা চালানো হয় ২০২০ সালের অক্টোবরে। পুতিনের ভাষায়, সেটি ছিল রাশিয়ার জন্য একটি ‘গুরুত্বপূর্ণ ঘটনা’। এরপর একাধিকবার যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে ছোড়া হয়।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিশ্বের অত্যাধুনিক অস্ত্রগুলোর অন্যতম। ২০১৮ সালে এ অস্ত্র প্রথম সামনে আনে পুতিন সরকার। ক্ষেপণাস্ত্রগুলোর উচ্চ গতি ও ভূমির কাছ দিয়ে চলাচলের সক্ষমতার কারণে সেগুলো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে শনাক্ত ও ধ্বংস করা তুলনামূলক কঠিন। সূত্র : এপি।



 

Show all comments
  • Md Alom Shah ৩০ মে, ২০২২, ৭:০০ এএম says : 0
    এর আগে অনেকবার পৃথিবী ধংষ শৃষ্টি হয়েছে প্রকৃতিগত ভাবে , এবার ধংষ হবে মানুষের কারনে,,,
    Total Reply(0) Reply
  • Rosne Ahmed ৩০ মে, ২০২২, ৭:০০ এএম says : 0
    হায় আল্লাহ এই মানু কবে মানুষ হবে। অস্ত্র বদলে খাবার দিতেন তাহলে কত মানুষ পৃথিবীতে বাচতো।
    Total Reply(0) Reply
  • ভালোবাসি শুধু তোমাকে ৩০ মে, ২০২২, ৭:০০ এএম says : 0
    মানুষ মারা আর দেশ দখলের জন্য কত টাকা খরচ করছে।।আল্লাহ তোমারই তো সৃষ্টি তারা।।আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করুন।।আমীন
    Total Reply(0) Reply
  • Mizanur Rahman ৩০ মে, ২০২২, ৭:০০ এএম says : 0
    বাংলাদেশের সামরিক শক্তির একটা ভিডিও দেখতে চায়। সাথে বাংলাদেশের নিজস্ব তেরী সামরিক অস্ত্র থাকলে তার বিস্তারিত জানতে চায়।
    Total Reply(0) Reply
  • Md Jafar Khan ৩০ মে, ২০২২, ৭:০১ এএম says : 0
    হাইপারসনিক মানে হচ্ছে কিয়ামত খুব নিকটে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ