Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই মাস পর সচল শ্রীলঙ্কার তেল শোধনাগার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:০৫ এএম

তেল কেনার জন্য লাইনে দাঁড়িয়ে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে অর্থনৈতিক ও রাজনৈতিক গোলযোগের মধ্যে পড়া শ্রীলঙ্কায়। সেই সংকট এবার কাটবে বলে আশা করছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। কারণ জ্বালানি তেল উৎপাদন শুরু করেছে শ্রীলঙ্কার সাপুগাসকান্দা সিলন পেট্রোলিয়াম করপোরেশন। টানা দুই মাস বন্ধ থাকার পর অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণে গেলো প্রতিষ্ঠানটি। এর আগে দেশটির জলসীমায় নোঙর করা একটি মালবাহী ট্যাংকার থেকে ৭৯ হাজার মেট্রিক টন তেল আনলোড শুরু হয়। শ্রীলঙ্কার পেট্রোলিয়াম শাখার কো-চেয়ারম্যান নিদাহাস সেবকা সাঙ্গামায়া তেল উৎপাদনের বিষয়টি নিশ্চিত করেন। অপরিশোধিত তেলের অভাবে গত ২১ মার্চ সাপুগাসকান্দা প্লান্টে পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে যায়। উৎপাদনের শুরুতে প্রথমে ছাড় পাবে ডিজেল ও পেট্রল, এরপর বিদ্যুৎ উৎপাদনের জন্য ন্যাফথা ও শেষে কেরোসিন। আগামী ৬ জুনের মধ্যে পরিশোধিত জ্বালানি পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে উৎপাদন প্রক্রিয়া যেন সচল থাকে সেটির ব্যাপারে সরকারকে অনুরোধ করেছেন কর্মকর্তারা। জানা গেছে, জ্বালানির দাম বাড়ার পর এখন অপরিশোধিত তেল সংগ্রহের সক্ষমতা তৈরি হয়েছে দেশটির সরকারের। বর্তমান সরকার ও সিলন পেট্রোলিয়াম করপোরেশন (সিপিসি) তাদের মুনাফা অর্জন করতে পারবে বলে প্রত্যাশা তৈরি হয়েছে। দেউলিয়াত্বের খাতায় নাম লেখানো শ্রীলঙ্কা এবার দেশের জ্বালানির সংকট মেটাতে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। তবে এখনো গ্যাসোলিন থেকে ডিজেল পর্যন্ত সব পণ্যের নাকাল পরিস্থিতি দেশটিতে। শনিবার শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা বলেন, অফশোরে তেল কেনার জন্য অপেক্ষা করছিল শ্রীলঙ্কা। তিনি আরও জানান, রুশ তেলের ৯০ হাজার টন চালান কিনতে সাতশ কোটি ২২ লাখের মতো ডলার প্রদান করবে দেশটি। তিনি বলেন, ‘আমি অপরিশোধিত এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানিতে সহায়তার জন্য রাশিয়াসহ একাধিক দেশের সাথে যোগাযোগ করেছি’। ৯০ হাজার টনের চালানটি দুবাই-ভিত্তিক কোরাল এনার্জির মাধ্যমে অর্ডার করা হয়েছিল বলেও জানান তিনি। পরবর্তীতেও একই কোম্পানির কাছে তেল নেওয়ার কথাও জানান এই মন্ত্রী। ডেইলি মিরর, আল-জাজিরা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ