Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমার ইস্যুতে ব্যর্থ নিরাপত্তা পরিষদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:০৩ এএম

মিয়ানমার সংকট ইস্যুতে ঐকমত্যে আসতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দেশটিতে যে মানবিক পরিস্থিতি এবং আঞ্চলিক পরিকল্পনায় শান্তি পুনঃস্থাপনে সীমিত অগ্রগতিতে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিতে ব্যর্থ হয় পরিষদ। কারণ, এই উদ্যোগকে আটকে দেয় চীন এবং রাশিয়া। চীন এবং বৃটেন এ বিষয়ক একটি প্রস্তাবের খসড়া করেছিল। তা নিয়ে শুক্রবার দিনভর তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। কিন্তু শেষ পর্যন্ত পরিষদ ব্যর্থ হওয়ার জন্য এই দুটি দেশ একে অন্যকে দায়ী করেছে। এরপরই মিয়ানমার ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠক হয়। লন্ডন বলছে, এ ইস্যুতে চীনের চাওয়া এত বেশি ছিল যে, তাতে আলোচনা ভেস্তে যায়। ওদিকে জাতিসংঘে চীনের একজন মুখপাত্র দিনশেষে বলেন, ওই প্রস্তাবের ওপর একমত হওয়ার ক্ষেত্রে কিছুটা মতবিরোধ আছে, যা অতিক্রম করা সম্ভব ছিল না। এই সমঝোতা প্রক্রিয়া ছিল প্রাইভেট। তাই নিরাপত্তা পরিষদের একজন ক‚টনীতিক নাম প্রকাশ না করে বলেছেন, চীন এবং রাশিয়া এই প্রস্তাবের বেশকিছু অংশ নিয়ে আপত্তি উত্থাপন করেছিল। মূল প্রস্তাবে বলা হয়েছে, কমপক্ষে এক বছর আগে আসিয়ান মিয়ানমারের সংকট সমাধানে যে ৫ দফা পরিকল্পনা ঘোষণা করেছিল, তার অগ্রগতি সীমিত। এ বিষয়ে নিরাপত্তা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিরাপত্তা পরিষদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ