মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শনিবার এক বিবৃতিতে সোমালিয়ার বিবদমান দলগুলোর প্রতি সহিংসতা পরিহার করে জরুরি ভিত্তিতে ফের আলোচনা শুরু করার আহবান জানিয়েছে। পরিষদ একইসঙ্গে দেশটির রাজনৈতিক সঙ্কট নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, এতে বলা হয়, নিরাপত্তা পরিষদের সদস্যরা দেশটির রাজনৈতিক অচলাবস্থা ও নির্বাচনের মডেল নিয়ে নেতৃবৃন্দের মধ্যকার মতদ্বৈততা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। গত ৩১ মার্চ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক শেষে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করতে সোমালী কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছিল। দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহি মোহামেদ যিনি ফারমাজো নামে পরিচিত। ফেব্রুয়ারি মাসের পর তার বৈধতা সংকটের মুখে পড়ে। কারণ নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তার চার বছরের মেয়াদ শেষ হয়। কিন্তু চলতি মাসের প্রথম দিকে পার্লামেন্টের নিম্নকক্ষে একটি বিল পাশের মাধ্যমে তার ক্ষমতার মেয়াদ দুবছর বাড়ানো হয়। কিন্তু তার এ উদ্যোগকে অসাংবিধানিক বলে এর সমালোচনা করছে দেশটির বিরোধী দল। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।