Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোজ

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মে, ২০২২, ৮:৪০ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সাগর সৈকতে সাঁতার কাটতে নেমে ফিরোজ শিকদার (২৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে।

আজ শুক্রবার (২৭ মে) দুপুর বারোটায় সৈকতের জিরো পয়েন্টে এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন ব্যবসায়ী ফিরোজ । নিখোঁজ ফিরোজ গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মৃত মিলন সিকদারের ছেলে। তার আমখোলা বাজারে ভাই ভাই গার্মেন্টস নামের একটি কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

ফিরোজের সাথে ঘুরতে আসা অন্য ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার বিকাল তিন টার দিকে ফিরোজসহ তারা ৭ জন মিলে আমখোলা থেকে কুয়াকাটায় ঘুরতে এসে হোটেল রয়েল প্যালেসে উঠেছেন । তারা সবাই আমখোলা বাজারের ব্যাবসায়ী এবং বন্ধু। আজকে সকাল ১০ টার দিকে সৈকতের বালিয়াতে ফুটবল খেলেছেন তারা । পরে ছয় বন্ধু ( ব্যবসায়ী) মিলে কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকার সৈকতে গোসলে নামেন। এসময় গোসল শেষে সবাই তীরে এসে উঠলেও ফিরোজ সিকদার নিখোঁজ হয়। বিকাল সাড়ে ৬ টা পর্যন্ত তাকে পাওয়া যায়নি বলে জানান তারা।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, ফায়ার সার্ভিসের লোক আসছেন । ফিরোজ সিকদারকে উদ্ধারে ট্যুরিষ্ট পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস জানান, পর্যটক নিখোজের খবরে প্রথমে কাজ শুরু করি, ইতোমধ্যে পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে কাজ শুরু করেছে,এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে আটটা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ