মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের হামলার শিকার হলে তাইওয়ানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার জাপানের প্রধানমন্ত্রী ফুসিও কিশিদার সঙ্গে সাক্ষাৎকালে বাইডেন এ কথা বলেন। খবর এনডিটিভি ও আরব নিউজের। মঙ্গলবার জাপানে অনুষ্ঠেয় কোয়াড সম্মেলনে অংশ নিতে বর্তমানে দেশটির রাজধানী টোকিওতে অবস্থান করছেন বাইডেন। ২০০৭ সালে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে এ কৌশলগত নিরাপত্তামূলক জোট গঠন করা হয়। জো বাইডেন বলেন, তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার রয়েছে। কেননা, চীন ওই অঞ্চলে নিজের আধিপত্য বিস্তার করে চলেছে। বাইডেন বলেন, বেইজিং থেকে তাইওয়ানের দিকে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক চাপের মুখে তাইওয়ানকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। তাইওয়ানকে রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে হামলায় রাশিয়াকে অবশ্যই দীর্ঘ মেয়াদে মূল্য দিতে হবে। জাপানে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনে হামলায় যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো মস্কোর ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, রাশিয়াকে তার মূল্য পরিশোধ করতে হবে বাইডেন সেই ইঙ্গিত দিয়েছেন। বাইডেন আরও বলেন, ভবিষ্যতে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হলে মস্কোর ওপর আরোপ করা নিষেধাজ্ঞা যদি না টেকে, তাহলে তাইওয়ান দখলে চীন কী সংকতে পাবে? চীন জোরপূর্বক তাইওয়ান দখল করে নিতে চাইলে সেটা ঠিক হবে না বলেও মন্তব্য করেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, চীন তাইওয়ানে হামলা করলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে। এর আগে গত ২ মার্চ এক বক্তব্যে প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ‘স্বৈরশাসক’ আখ্যায়িত করে বলেছিলেন, পুতিন ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে সফলতা পেলেও এ হামলার জন্য তাকে দীর্ঘ মেয়াদে চড়া মূল্য দিতে হবে। আল-জাজিরা, এনডিটিভি, আরব নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।