Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোকা-কোলা, ফান্টা ও স্প্রাইটের বিকল্প পানীয় আনল রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০২২, ২:৫৮ পিএম

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে রুশ বাজার ছেড়ে গিয়েছিল কোকা-কোলা, ফান্টা ও স্প্রাইটের মতো বৈশ্বিক কোমল পানীয় ব্র্যান্ডগুলো। ধারণা করা হয়েছিল, বৈশ্বিক এই ব্র্যান্ডগুলো বাজার ছেড়ে যাওয়ায় বেশ ক্ষতিগ্রস্তই হবে মস্কো।

তবে ক্ষতি ঠিক কতটা হয়েছে সেটি পরিমাপ করার আগেই নামকরা এই পানীয়গুলোর বিকল্প বাজারে এনেছে রুশ বেভারেজ প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার (১৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমস।
গত সপ্তাহের সোমবার রাশিয়ার পানীয় নির্মাতা প্রতিষ্ঠান ওচাকোভো কোকা-কোলা, ফান্টা ও স্প্রাইটের বিকল্প পানীয় চালুর ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, রুশ নাগরিকরা এখন থেকে বিশ্ববিখ্যাত এই তিনটি কোমল পানীয় ব্র্যান্ডের পরিবর্তে কুলকোলা, ফ্যান্সি এবং স্ট্রিট বেছে নিতে পারবেন।
মস্কো টাইমস বলছে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে মার্চ মাসে রাশিয়ায় ব্যবসায়িক কর্মকাণ্ড স্থগিতের ঘোষণা দেয় কোকা-কোলা কোম্পানি। এরপর থেকেই রুশ বাজার থেকে বৈশ্বিক এই কোমল পানীয় ব্র্যান্ডগুলো অনেকটা উধাও হয়ে যায়।
অবশ্য রাশিয়ার অনেক জায়গায় এখনও কোকা-কোলা পণ্যগুলো দোকানগুলোতে পাওয়া যায়। কিন্তু ব্যবসায়িক কর্মকাণ্ড স্থগিতের ঘোষণা দেওয়ার পর থেকে সেগুলোর দাম মোটামুটিভাবে ২০০ শতাংশ বেড়েছে।
ওচাকোভো বলছে, কোলা-কোলার বিকল্প হিসেবে তাদের আনা কুলকোলার মধ্যে ‘কোলার আইকনিক স্বাদ’ রয়েছে। এছাড়া ইতোমধ্যেই কমলা-গন্ধযুক্ত ফ্যান্সি এবং লেমন-লাইম স্ট্রিটের ব্র্যান্ডের বোতলগুলো ফান্টা ও স্প্রাইটের বোতলের রঙের অনুকরণে বাজারে আনা হয়েছে।
১৯৭৮ সালে সোভিয়েত ইউনিয়নে প্রতিষ্ঠিত ওচাকোভো মূলত শস্য-ভিত্তিক কেভাস এবং কম-অ্যালকোহলযুক্ত মধু পানীয় মেদোউখা’র মতো ঐতিহ্যবাহী রাশিয়ান পানীয় তৈরি করে থাকে। অবশ্য কোকা-কোলা রাশিয়ার বাজার থেকে সরে যাওয়ার পর ওচাকোভোর পাশাপাশি আরও প্রতিষ্ঠান সেই শূন্যস্থান দখলের চেষ্টা করেছে।
মস্কো টাইমস বলছে, কোকা-কোলার প্রস্থানের পর রাশিয়ার দূরপ্রাচ্যভিত্তিক বেভারেজ কোম্পানী স্লাভদা গ্রুপ গ্রিংক কোলা একটি পানীয় সামনে এনে সোডা প্রিয় রুশ নাগরিকদের আকৃষ্ট করার চেষ্টা করে। এরপর চলতি মে মাসে রাশিয়ার উত্তরাঞ্চলীয় কোমি এলাকার সিক্টিভকারপিভো তার নিজস্ব পানীয় ব্র্যান্ড কোমি কোলা চালু করে।
অবশ্য এই দুই ব্র্যান্ডের পানীয় নিয়ে রুশ নাগরিকদের প্রতিক্রিয়া বেশ মিশ্র। গ্রাহকদের অভিযোগ, এই দু’টি পানীয়র কোনোটিরই স্বাদ ‘মিষ্টি এবং ঝলমলে’ নয়।



 

Show all comments
  • MD JALAL UDDIN ২৫ মে, ২০২২, ১০:১২ এএম says : 0
    নেতা ও দেশ এমন হতেহয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ