Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গণহত্যার প্রস্তাব কানাডার পার্লামেন্টে, শ্রীলঙ্কার নিন্দা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০২২, ১২:০২ এএম

গৃহযুদ্ধ চলাকালে তামিলদের বিরুদ্ধে শ্রীলঙ্কা সরকার গণহত্যা চালিয়েছে বলে কানাডার পার্লামেন্টে প্রস্তাব গৃহীত হয়েছে। ১৮ই মে ‘তামিল জেনোসাইড রিমেমব্রেন্স ডে’ উলপক্ষে এ প্রস্তাব গৃহীত হয়। কিন্তু শ্রীলঙ্কা কড়া নিন্দার সঙ্গে এই প্রস্তাব বা অভিযোগকে প্রত্যাখ্যান করেছে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতিতে বলা হয়েছে, শ্রীলঙ্কার রেফারেন্স ব্যবহার করে কানাডার পার্লামেন্টে যে গণহত্যার অভিযোগ উত্থাপন করা হয়েছে তাকে পুরোপুরি মিথ্য হিসেবে দাবি করে সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান করছে সরকার। এতে কানাডা সরকারের বিরোধী অবস্থান ফুটে উঠেছে। কারণ তারা শ্রীলঙ্কায় গণহত্যার তথ্যপ্রমাণ খুঁজে পায়নি। এতে আরও বলা হয়, যুদ্ধ চলাকালীন শ্রীলঙ্কার প্রকৃত অবস্থা কানাডা সরকারের সর্বোচ্চ স্তরে ব্রিফ করা হয়েছে। ওই যুদ্ধ ছিল সাবেক যুদ্ধকবলিত জোন থেকে জনগণকে রক্ষার জন্য শ্রীলঙ্কা সরকারের মানবিক অভিযান। এলটিটিই সন্ত্রাসবাদীদের পরাজিত করতে নেয়া হয়েছিল যথাযথ পদক্ষেপ। ওই যুদ্ধ শেষ হয়েছে ১৩ বছর আগে। এখন পুনরেকত্রীকরণের প্রক্রিয়ায় শ্রীলঙ্কা অনেকটা অগ্রগতি সাধন করেছে এবং এই প্রক্রিয়া চলমান আছে। এসব কর্মকা-কে কানাডা সরকার নিয়মিতভাবে প্রশংসা জানিয়ে আসছে। সরকার আরও বলেছে, গণহত্যা শব্দটি শ্রীলঙ্কার ক্ষেত্রে জাতিসংঘ কখনো ব্যবহার করেনি। এমনকি আন্তঃসরকার বিষয়ক কোনো পরিষদ, এমনকি জাতিসংঘের মানবাধিকার পরিষদও কখনো এটা ব্যবহার করেনি। ফলে এই শব্দটি স্বেচ্ছায় এবং ভুলবশত ব্যবহার করা হয়েছে শ্রীলঙ্কা পরিস্থিতিতে। এক্ষেত্রে সংখ্যালঘু রাজনীতিকদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত শ্রীলঙ্কাবিরোধী উদ্দেশে এমনটা করা হয়েছে। ডেইলি মিরর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ