Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজশাহী তানোরে মাদক সেবনকালে তিনকর্মীসহ ছাত্রলীগ নেতা আটক

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২০ মে, ২০২২, ৬:২১ পিএম

রাজশাহীর তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ হেরোইন সেবনকালে তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে তানোর পৌর এলাকার মাসিন্দা এলাকা থেকে মাদক সেবনকালে থানা পুলিশ তাদেরকে আটক করে।
গ্রেপ্তার তিনজন হলো- রাজশাহীর তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ওরফে শাওন, তানোর পৌর এলাকার কালিগঞ্জ মাসিন্দা গ্রামের আলতাফ আলীর ছেলে ছাত্রলীগ কর্মী সুমন ও মোহনপুর উপজেলার মহব্বতপুর ভাতপাড়া গ্রামের মোজাহারুল ইসলামের ছেলে ছাত্রলীগ কর্মী হাফিজুর রহমান।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত কামরুজ্জামান মিয়া বলেন, একটি বাড়িতে বসে হেরোইন সেবনের সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ