Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরে ১৬শ’ টাকা মণ গম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মে, ২০২২, ১২:০২ পিএম

পাবনার চাটমোহরে মণপ্রতি গমের দাম বেড়ে বিক্রি হয়েছে ১৬শ’ থেকে সাড়ে ১৬শ’ টাকায়।
ভারত থেকে গম রপ্তানী বন্ধের ঘোষনা আসে গত শুক্রবার। রাশিয়া ও ইউক্রেন থেকেও গম আমদানি বন্ধ। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।
তিন দিনের ব্যবধানে গম থেকে উৎপাদিত পণ্যের দাম এক লাফে প্রতি কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। বাজারে গমের আমদানিও কম। খুচরা ব্যবসায়ীরা বলছে ভারত থেকে গম আমদানি বন্ধ থাকায় গম থেকে উৎপাদিত পণ্যের দাম বেড়েছে।
১৮ মে চাটমোহর পৌরসভার নতুন হাটে প্রতিমণ গম বিক্রি হয়েছে ১৬ শত টাকা থেকে সাড়ে ১৬ শত টাকা। দু’দিন আগে বিক্রি হয়েছে ১৪ শত টাকায়। তিন দিন আগে প্রতি কেজি আটা বিক্রি হয়েছে ৩৫ টাকা,ময়দা ৪৫ টাকা,সুজি ৫০ টাকা আর ভূষি ৪৫ টাকা। বুধবার প্রতি কেজি আটা ৫০ টাকা,ময়দা ৬০ টাকা,সুজি ৬৫ টাকা আর ভূষি ৬০ টাকায় বিক্রি হয়েছে।
এ ছাড়া গম থেকে উৎপাদিত পণ্য পাউরুটি,বিস্কুট,পরেটা কেক,সিঙ্গারাসহ অন্যন্য পণ্যের দাম বেড়েছে অথবা দাম ঠিক রেখে আকার ছোট করা হয়েছে।
সয়াবিন তেল নিয়ে ভোগান্তির মধ্যেই আটা,ময়দা,ভূষির দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ