Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূল্যস্ফীতিকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন মার্কিনিরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২২, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান রয়েছে মূল্যস্ফীতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে খাদ্য ও জ্বালানির দাম। এ অবস্থায় কঠিন পরিস্থিতির মুখে পড়েছে নিম্ন আয়ের পরিবারগুলো। সা¤প্রতিক একটি সমীক্ষায় উঠে এসেছে, বেশির ভাগ মার্কিন নাগরিক মূল্যস্ফীতিকে বর্তমান সময়ে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন। এমনকি এটি অন্যান্য উদ্বেগের চেয়ে অনেক ওপরে রয়েছে। চলতি বছরের এপ্রিল ও মে মাসে যুক্তরাষ্ট্রের ৫ হাজার ৭৪ জনের ওপর জরিপ চালায় ওয়াশিংটন ডিসিভিত্তিক থিংক ট্যাংক পিউ রিসার্চ। সমীক্ষায় অংশ নেয়া ৭০ শতাংশ মার্কিন নাগরিক মূল্যস্ফীতিকে দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। এরপর প্রায় ৫৫ শতাংশ নাগরিক স্বাস্থ্য-যতেœর সামর্থ্য ও সহিংস অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রে বার্ষিক মূল্যস্ফীতি চার দশকের সর্বোচ্চ উচ্চতার কাছাকাছি রয়ে গেছে। এপ্রিলে মূল্যস্ফীতি ৮ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে। এটি মার্চে ৮ দশমিক ৫ শতাংশের তুলনায় কিছুটা কম। মার্কিন আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান মুডি’স অ্যানালিটিকসের বিশ্লেষণ অনুসারে, যুক্তরাষ্ট্রের পরিবারগুলো এক বছর আগের তুলনায় প্রতি মাসে ৩৪১ ডলার বেশি ব্যয় করছে। দীর্ঘস্থায়ী উচ্চমূল্যস্ফীতি দেশটির কেন্দ্রীয় ব্যাংককে আক্রমণাত্মক পদক্ষেপ নিতে প্ররোচিত করেছে। এরই মধ্যে ফেডারেল রিজার্ভ মে মাসে অর্ধ শতাংশ পয়েন্ট সুদের হার বৃদ্ধি অনুমোদন করেছে। এ হার গত দুই দশকের মধ্যে সবচেয়ে বড় বৃদ্ধি। ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েল বলেন, অর্থনীতিতে শ্লথগতি তৈরি হওয়া নিয়ে আমি কোনো গ্যারান্টি দিতে পারব না। আমাদের লক্ষ্য এখন শ্রমবাজারকে শক্তিশালী রেখে মূল্যস্ফীতিকে ২ শতাংশে নামিয়ে আনা। যদিও মূল্যস্ফীতি মোকাবেলায় আগেভাগে পদক্ষেপ না নেয়ায় সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফেডারেল রিজার্ভের সাবেক প্রধান বেন বার্নাঙ্কে একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় ব্যাংকের বিলম্বিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এক্ষেত্রে প্রশ্ন হলো, পদক্ষেপ নিতে কেন দেরি করা হলো? আমার মনে হয় এটা অবশ্যই ভুল হয়েছে। আমি মনে করি এটি নিয়ে তারাও আমার সঙ্গে একমত হবেন। এদিকে স¤প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনও অব্যাহত মূল্যস্ফীতি এবং সমস্যা সমাধানের পরিকল্পনা নিয়ে ধাক্কা খেয়েছেন। এ নিয়ে টুইটারে জো বাইডেন ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মধ্যে পাল্টাপাল্টি টুইট বিনিময়ের ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট টুইট করেছিলেন, আপনি মূল্যস্ফীতি কমাতে চান? তাহলে আসুন নিশ্চিত করি যে বড় করপোরেশনগুলো ন্যায্য হারে কর প্রদান করে। সিএনবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মূল্যস্ফীতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ