মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ফ্রান্সের ৩৪ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। আজ বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর রয়টার্সের।
খবর বলা হয়, একটি প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ফ্রান্সের ৩৪ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।
এর আগে ফ্রান্স এপ্রিলে ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করে। এ সময় ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার প্রায় তিনশ’র বেশি কূটনীতিককে বহিষ্কার করেছিল।
গত মাসে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার ছয় এজেন্টকে কূটনীতিক হিসেবে দাবি করে তাদের ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার তদন্তে পাওয়া যায়, তারা ফ্রান্সের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করছিলেন।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর থেকে ইউরোপের বিভিন্ন দেশ মস্কোর বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে এবং নিচ্ছে। এসব পদক্ষেপের মধ্যে অন্যতম হচ্ছে রুশ কূটনীতিকদের বহিষ্কার। তবে রাশিয়াও থেমে নেই। দেশটিও প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া অব্যাহত রেখেছে। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।