Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খিলক্ষেতে ভেকুর ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ৪:৪৬ পিএম

রাজধানীর খিলক্ষেতে ভেকু মেশিনের সাথে ধাক্কা লেগে রাজশাহী থেকে ছেড়ে আসা ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে দুর্ঘটনা কবলিত রেললাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত আছে।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সরোয়ার জানান, দুপুরে খিলক্ষেত বনরুপা এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস নামে একটি ট্রেনের লাইনের পাশে থাকা ভেকু মেশিনের সাথে ধাক্কা লাগে। এতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ঘটনার পর একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, অপর লাইন দিয়ে চালু আছে। তবে কিছুক্ষণের মধ্যেই লাইনটি চালু হবে।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কামরুল হাসান জানান, ভেকু মেশিনটি রেললাইনের পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত হচ্ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ